ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ খেলেতে ইংল্যান্ডের পথে এইচপি দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
সিরিজ খেলেতে ইংল্যান্ডের পথে এইচপি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংলিশ কাউন্টি দলগুলোর দ্বিতীয় একাদশের বিপক্ষে আটটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে হাইপারফরম্যান্স ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে গেছেন সাইফউদ্দিন-রনিরা।

দুই সপ্তাহের এই সফরে শান্তর সহকারী তানভীর হায়দার খান। চোখের ব্যাথার কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের ১৪ সদস্যের দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেয়েছেন এইচপি দলে।

আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দান্যান্ট, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর উস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার ও ১৭ সেপ্টেম্বর এমসিসির ক্লাবের দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে এইচপি দল। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে  ফেরার কথা রয়েছে।

ইংল্যান্ড সফরের এইচপি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার খান (সহ-অধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায়।
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।