মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ আগস্ট মিরাজের হয়ে তার বাবা মো. জালাল হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন।
কেডিএ বলছে, নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি দেওয়া হয়েছে।
তাকে প্রতীকী মূল্যে (এক হাজার এক টাকা) প্রধানমন্ত্রী এই জমি অনুমোদন করেছেন।
মিরাজের বাবা মো. জালাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী ওর খেলায় খুশি হয়ে জমি দিলেন, যা পরম কৃতজ্ঞতার।
দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে নিজের অভিষেকেই অসাধারণ কৃতিত্ব দেখান খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ব্রিটিশ বধে সিরিজ সেরা হন তিনি। তার এই কৃতিত্বের ফলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় ও সিরিজ ড্র করে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭/আপডেট ১৫১৬ ঘণ্টা
এমইউএম/এএটি/আইএ