ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চের নাম সাগরিকার উইকেট

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
রোমাঞ্চের নাম সাগরিকার উইকেট ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: সত্যিই, রোমাঞ্চে ভরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। চট্টগ্রাম টেস্টে রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতে যেখানে সাকিব, তামিম, মিরাজ, ওয়ার্নার, স্মিথ ও লায়নদের থাকার কথা সেখানে জায়গা করে নিয়েছে সাগরিকার উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিনের মধ্যভাগ পর্যন্ত যে উইকেটে স্পিনাররা দাপট দেখিয়ে গেল, মুহূর্তে তা বদলে গেল! যে উইকেটে এক নাথান লায়নের স্পিন ঘূর্ণির সাথে পুরো টাইগার ব্যাটসম্যানদের ধুঁকতে হয়েছে সেই উইকেটেই এখন অবলীলায় বৈচিত্রময় শটস খেলে রান তুলে নিচ্ছেন অজি ব্যাটসম্যানরা!

ঢাকা টেস্টে স্বাগতিকদের হয়ে যে সাকিব, মিরাজ উইকেটের পসরা সাজিয়ে অজিদের দুঃস্বপ্নে বিচরন করেছেন সেই সাকিব, মিরাজ এখনও শূন্য হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টে অজিদের বিপক্ষে বল করেছেন ১৫ ওভার।

কিন্তু একটি উইকেটের দেখাও পাননি। আর সাকিব করে ফেলেছেন ১৪ ওভার।  

তাহলে কী তাদের বল নির্বিষ হয়ে গেল নাকি অজিরা ভালো ব্যাটিং করছে? প্রথমটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। হলে দ্বিতীয়টি।

সাকিব মিরাজদের বল নির্বিষ হয়ে গেল একথাই বা কী করে বলি? আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম তো বল হাতে এসেই ব্যক্তিগত ৫৮ রানে বোল্ড আউট করে দিলেন অজিদের দলপতি স্টিভেন স্মিথকে। দিনের অপর উইকেটটি অবশ্য পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের একেবারে শুরুতে দ্বিতীয় ওভারে ফিরিয়েছেন ম্যাট রেনশকে (৪ রান)।   

সাগরিকার উইকেট নিয়ে অবশ্য গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাথান লায়ন বলেছিলেন ‘এমন দূর্বোধ্য উইকেট আমি জীবনেও দেখিনি। না বাউন্সি না স্পিনবান্ধব। ’ তার কথাতেই রোমাঞ্চের বিষয়টি স্পষ্ট। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেই সাগরিকার উইকেটের এমন আচরণ! না জানি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন আরও কত কী দেখাবে!

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।