ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারকে দুইবার জীবন দিয়ে ব্যাকফুটে বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
ওয়ার্নারকে দুইবার জীবন দিয়ে ব্যাকফুটে বাংলাদেশ অজি হেড কোচ ড্যারেন লেহম্যান

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থেকে: নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় দু’দুটি জীবন পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একটি ব্যক্তিগত ৫২ রানে। আরেকটি ৭৩ রানে।

ওয়ার্নার যখন ৫২ রানে দাঁড়িয়ে তখন শর্ট লেগ অঞ্চল থেকে তার ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন মুমিনুল হক। আর ৭৩ রানে ‘সহজ’ স্ট্যাম্পিং মিস করেন টাইগারদের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

অজি হেড কোচ ড্যারেন লেহম্যানের মতে এমন হেভিওয়েট ম্যাচে এ ধরনের সুযোগ হাতছাড়া করা কখনোই শোভন নয়। তিনি বলেন, আমার মনে হয় কেউই সুযোগ হাতছাড়া করতে চায় না। আমরাও তাদের ইনিংসে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। তবে আমি মনে করি এমন ম্যাচে প্রতিটি সুযোগই নিতে হবে। যেহেতু আমরা এমন সুযোগ পেয়েছি, তাই আগামীকাল ভালো একটি সংগ্রহ গড়তে চেষ্টা করবো।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ কথা যে কেউই বলবেন যে মুমিনুল ও মুশফিকের দেওয়া সুযোগেই এখন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে ডেভিড ওয়ার্নার। যা স্বাগতিকদের জন্য ভাবনার কারণ হয়ে হয়ে দাঁড়িয়েছে। দিন শেষে তার সংগ্রহ ৮৮ রান। তিনি আউট হয়ে গেলে নতুন আসা আন-সেট ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দিতে পারলেই হয়ত চার-পাঁচ উইকেট পড়ে যেতো স্বাগতিকদের।

আর সেজন্য দুই শিষ্যকে প্রশংসায় ভাসালেন গুরু লেহম্যান, ওরা দু’জনই অসাধারণ খেলেছে। দিনটি বিশেষ ছিল বলতেই হচ্ছে। আশা করছি কালও এমনই কাটবে।

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দিন শেষে ৮৮ রানে অপরাজিত আছেন ওপেনার ওয়ার্নার। আর পিটার হ্যান্ডসকব অপরাজিত আছেন ব্যক্তিগত ৬৯ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ সবকটি উইকেটের বিনিময়ে ৩০৫ রান।

টার্নিং কমে দাপটহীন স্পিন!
‘খেলার ফল হবে পঞ্চম দিনে’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।