ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের প্রথম সেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনের প্রথম সেশন ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদর চৌধুরী স্টেডিয়াম থেকে: বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মাঠে একটি বলও গড়ায়নি।

দিনের শুরুতে বৃষ্টির আকার মাঝারি থেকে ভারী হলেও এখন অনেকটাই হালকা। তবে ঝড়ছে বিরতিহীনভাবেই।

এর আগে সকাল থেকেই চট্টগ্রামের আকাশে মেঘেদের পায়চারি লক্ষ্য করা যাচ্ছিলো। অবশেষে তা ৯টা ৩৫ মিনিটে বৃষ্টি হয়ে ঝড়তে শুরু করেছে। ফলে নির্ধারিত সময় সকাল ১০টায় গড়ায়নি তৃতীয় দিনের খেলা।

প্রথম ইনিংসে টাইগারদের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অজিরা। অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটিতে ডেভিড ওয়ার্নার ৮৮ ও পিটার হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত থাকেন।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দিনই থেমে থেমে বৃষ্টি হবে। তবে তা হালকা। ভারী কিংবা মাঝারি আকারের নয়। ভেন্যুর সেন্টার উইকেটের কাভারে ঢাকা। বৃষ্টি থামলে তবেই ম্যাচ নিয়ে ভাবনা শুরু হবে।

অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে ড্রেনেজ ব্যবস্থাপনা তাতে বৃষ্টি থামার আধা ঘন্টা বা ৪০ মিনিটের মধ্যেই দিনের শুরুটা করতে পারবে দুই দল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।