ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অ্যাফোর্ট বাড়াও’ মুস্তাফিজকে বলেছিলেন মুশফিক-হাথুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
‘অ্যাফোর্ট বাড়াও’ মুস্তাফিজকে বলেছিলেন মুশফিক-হাথুরু মুস্তাফিজুর রহমান, ছবি: উজ্জল ধর

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামার সময় বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমানকে বলেছিলেন, ‘আরেকটু অ্যাফোর্ট বাড়াও।’

অন্য বোলারদের প্রতিও তাদের এই পরামর্শ ছিল। কোচ-অধিনায়কের এই পরামর্শ পেয়ে কিছুটা হলেও জ্বলে উঠলেন মুস্তাফিজ।

বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৫৮ ওভার। এই ৫৮ ওভারে বাংলাদেশ তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার সাত উইকেট। যার দুটি ছিল মুস্তাফিজের। ভয়ংকর হয়ে ওঠা ওয়ার্নারকে ফেরানোর পর মুস্তাফিজ ফিরিয়েছেন ম্যাথু ওয়েডকেও।
 
দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মুস্তাফিজুর রহমান জানালেন, তার কিছুটা হলে জ্বলে ওঠার পেছনে কাজ করেছে কোচ-অধিনায়কের পরামর্শ।
 
মুস্তাফিজুর রহমান বলেন, দ্বিতীয় দিন আমরা ৬০ ওভার (৬৬ ওভার) বোলিং করেছি। ২ উইকেট তুলে নিয়েছিলাম সেদিন। তৃতীয় দিন মাঠে নামার আগে কোচ ও মুশফিক ভাই বলেছিলেন, অ্যাফোর্টটা বাড়াও। উইকেট বের করতে পারো কিনা দেখ। অন্যদের প্রতিও একই পরামর্শ ছিল কোচ-ক্যাপ্টেনের।

এদিন দুই উইকেট তুলে নিলেও নিজের আগের দিনের বোলিংয়ের সঙ্গে কোনো পার্থক্য দেখছেন না মুস্তাফিজ।  
 
বলেন, বল ঠিক জায়গায় পড়ছিল। প্রতি ওভারে চারটা বল ঠিক জায়গায় করতে পারছিলাম। লেংথও ওভাবে চেঞ্জ করতে হয়নি। একটা-দুটো হয়তো খারাপ হয়েছিল। আর ওরা সেটার অপেক্ষায় ছিল।

জয় অসম্ভব নয়: মুস্তাফিজ
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
টিএইচ/টিসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।