মোস্তাফিজও জানালেন ক্যারিয়ারের শুরুর দিকের তার বাউন্সার দুর্বলতার কথা। তৃতীয় দিনশেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের সেনসেশন।
ক্যারিয়ারের শুরুতে তুমুল বিস্ময় নিয়ে এলেও ইদানিং নিজের ফর্মের সঙ্গে কিছুটা হলেও যুদ্ধ করছেন মোস্তাফিজ। কম্পিউটারের গবেষণার নিচে পড়ে তার সব প্রায় অস্ত্র যেন পড়া হয়ে গেছে ব্যাটসম্যানদের। তাই একটা সময়ে কোনোভাবেই খেলতে না পারা ব্যাটসম্যানরা মোস্তাফিজকে এখন খেলছেন অবলীলায়। পরিস্থিতি বুঝে মোস্তাফিজও নিয়ে আসছেন নতুন ভ্যারিয়েশন।
তাই জানালেন বুধবারের (০৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে। মোস্তাফিজ বলেন, আমি অনেকদিন ধরে নতুন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি। তবে অল্প কয়েকদিন অনুশীলন করেছি। তাই ম্যাচে তা এখনও ফিফটি-ফিফটি দিতে পারছি। আগে আমার সেরা অস্ত্র ছিল কাটার। এখন নতুন ভ্যারিয়েশনের জন্যও কাজ করছি।
নিজের বোলিংয়ের পাশাপাশি মোস্তাফিজকে কথা বলতে হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়েও। প্রথম দুইদিনে উইকেট কিছুটা হলেও ব্যাটিং বান্ধব উইকেট বলে মনে হলেও তৃতীয় দিনে টার্ন করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে চতুর্থ দিন কী হতে পারে উইকেটের চরিত্র?
এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজের সরল স্বীকারোক্তি- ‘উইকেটের বিষয়ে আমার অভিজ্ঞতা কম তো। ’ এই উইকেটে কতো টার্গেট বাংলাদেশের জন্য নিরাপদ এমন প্রশ্নেও মোস্তাফিজের উত্তর- ‘ডিফিকাল্ট প্রশ্ন’।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
টিএইচ/টিসি/এমজেএফ