গ্যালারির ছোট্ট ছোট্ট জটলা থেকেও শোনা যাচ্ছিল একই কথা। সেসময় এক-দুবার সেই বড় পর্দা আর দর্শকদের দিকে হাসিমুখে তাকিয়েও ছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।
মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার
এ তো গেলো দেশের আপন মানুষদের ভালোবাসা। জন্মদিনে ‘বিপক্ষ’ থেকেও মিলেছে শুভেচ্ছা বার্তা। সেই ‘বিপক্ষের’ নাম ডেভিড ওয়ার্নার-অস্ট্রেলিয়ান ওপেনার। মাঠের বাইরে যতোই বন্ধুত্ব থাকুক, মাঠে যে তাদের একজন আরেকজনকে হারিয়ে দেওয়ার জন্য সমস্ত আয়োজন। বড় রানের দিকে ছোটা ওয়ার্নারকে ফিরিয়ে মুস্তাফিজ তো ইতোমধ্যেই সেই নজির রাখলেন।
বুধবার ছিল মুস্তাফিজুর রহমানের ২২তম জন্মদিন। ফিজ ২৩-এ পা দিয়েছেন এদিন।
তৃতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ জানালেন, ওয়ার্নারের সেই শুভেচ্ছা বার্তার কথা। আইপিএলে একই দল সানরাইজার্স হায়দারাবাদে খেলেন ওয়ার্নার-মুস্তাফিজ। তাই মুস্তাফিজকে আগাগোড়া চেনা অস্ট্রেলিয়ান ওপেনারের।
মুস্তাফিজ বলেন, আমাদের আইপিএলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। সবাই আমাকে সেখানে উইশ করেছে। ওয়ার্নারও করেছেন।
এছাড়া ওয়ার্নারের সঙ্গে আর কোনো কথা হয়নি বলে জানান তিনি।
উইশ পাওয়ার পরে অবশ্য মাঠে ওয়ার্নার ছাড় পাননি মুস্তাফিজের কাছ থেকে। ১২৩ রানে ইমরুলকে ক্যাচ দিয়ে মুস্তাফিজের বলেই ফিরেছেন তিনি। তবে দিন শেষেও ‘প্রিয়’ মুস্তাফিজের প্রশংসা করতে ভুলেননি ওয়ার্নার।
আগের মতোই বলে দেন, ‘মুস্তাফিজ বড় প্রতিভা। বড় বোলার। ’
পাশাপাশি মুস্তাফিজকে সব ফরম্যাটে খেলিয়ে ‘নষ্ট’ করা হচ্ছে এমন কথার আঁচও পাওয়া গেলো ওয়ার্নারের বক্তব্যে। বলতে গেলে মুস্তাফিজের জন্য ভালো হয় এমন অনেক পরামর্শও দিয়ে গেলেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
টিএইচ/টিসি/আইএ