ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হারটা সম্মানজনক হবে তো?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
হারটা সম্মানজনক হবে তো? ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরু থেকেই টাইগার ব্যাটসম্যানদের অজি বোলাররা যেভাবে চেপে ধরেছে তাতে প্রথম যে শঙ্কাটি উঁকি দিচ্ছিলো সেটি হলো ইনিংস পরাজয়। প্রথম ইনিংসে ৭২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ৪৩ রান তুলতেই হারায় টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে।

ভয়ংকর টার্নিংয়ের এই উইকেটে লায়ন, ও’কিফদের সামনে বাদ বাকি ব্যাটসম্যানেরা কতক্ষণ দাঁড়িয়ে থাকেত পারবেন সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছিলো। ষষ্ঠ উইকেটে মুশফিক ও সাব্বির হাল ধরেছিলেন তা না হলে কী দুর্দশাটাই না হতো!

এ দু’জনের ব্যাটে ইনিংস পরাজয়ের দুশিন্তা কাটলেও আরেকটি দুশ্চিন্তা থেকে আপাতত মুক্তি মিলছে না।

সেটি হলো বড় ব্যবধানে হার। আর সেটা হলে মিরপুরে প্রথম টেস্টের অর্জনগুলো যে ফিকে হয়ে আসবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। খেলায় হার জিত থাকবেই। তাই বলে বিশ্ব ক্রিকেটে বীর বিক্রমে হুঙ্কার দেওয়া টাইগাররা নিজেদের মাঠে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়লে হয়তো তাদের যোগ্যতাকে আবার প্রশ্নবিদ্ধ করা হবে।

অবশ্য এতে কথা এতো দুশ্চিন্তার প্রয়োজন পড়তো না যদি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসটা মুশফিকরা আরও দেখে শুনে খেলতে পারতেন। ভয়ংকর টার্নিংয়ের এই উইকেটে সকাল থেকেই তাদের বল পুশ করার প্রবণতা দেখা গেছে। যার খেসারত দিতে হয়েছে সৌম্য সরকার (৯), নাসির হোসেন (৫) ও সাকিব আল হাসানের (২) উইকেট হারিয়ে। এই তিন টাইগার টপ অর্ডারই পুশ করে বল তুলে দিয়েছেন স্লিপে, যা লুফে নিতে অজিরা একদন্ডও দেরি করেনি।

তামিম ইকবাল অবশ্য সাহস দেখাতে গিয়ে ব্যক্তিগত ১২ রানে ফিরেছেন লায়নের বলে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লাইন মিস করায় তার স্ট্যাম্প ভেঙ্গে দেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। আর ইমরুল কায়েস (১৫) লায়নের স্টপ হওয়া বলটা আগে খেলায় শর্ট মিড অফে ক্যাচ উঠে গেছে ম্যাক্সওয়েলের হাতে।  

ঘুরে দাঁড়াতে হলে মুশফিক-সাব্বির জুটি বড় করার বিকল্প নেই। ৪০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে প্রথম সেশন শেষ করে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দু’জন। দ্বিতীয় সেশনে তাদের ব্যাটে তাকিয়ে থাকবে বাংলাদেশ। এরপর আছেন মুমিনুল হক ও মেহেদি হাসান মিরাজ। চ্যালেঞ্জি টার্গেট ছুঁড়ে দিতে পারবেন তো তারা? লিড এখন ১১। হাতে পাঁচ উইকেট। এ চার স্বীকৃত ব্যাটসম্যান উইকেটে সেট হতে পারলে ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে কতক্ষণ!

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।