যদিও অজিদের ৭২ রানের লিড টপকে এখন এগিয়ে মুশফিকরাই। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিরা ব্যাটিংয়ে নামলে তা টপকাতে হয়তো একটি সেশন ব্যাটিংই যথেষ্ট।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা দেখতে এসে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
‘মোস্তাফিজ সত্যিই ভালো বল করেছে। ওর কাছ থেকে ভালো একটা সার্ভিস আমরা এখানে পেয়েছি। এই টেস্টে এটা আমাদের বড় একটা প্রাপ্তি। মোস্তাফিজকে কামব্যাক করানো দরকার ছিল। ’
সত্যিই তো ফিরেছেন মোস্তাফিজ। গত জুনে কাউন্টি খেলতে গিয়ে কাধের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারের পর থেকে ছিলেন নিজের ছায়া হয়ে। সেই মোস্তাফিজই স্বরুপে আবির্ভূত হলেন চট্টগ্রাম টেস্ট দিয়ে। তৃতীয় দিন ৮৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আজ (৭ সেপ্টেম্বর) বল হাতে নেমেই লায়নকে দিয়ে সংখ্যাটি নিয়ে গেলেন চারে। যা ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের দিয়ে গেল ভবিষ্যত ধ্বংসযজ্ঞের বার্তা!
বাংলা,শে সময়: ১৪৩৭ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম