ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

১৩০ বছরের রেকর্ড ভাঙলেন লায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
১৩০ বছরের রেকর্ড ভাঙলেন লায়ন ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর নাথান লায়নকে দু’হাত ভরে দিয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে উইকেট নিয়েছেন ২২টি। চট্টগ্রাম টেস্টে দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচেই ১৩টি। যা তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ১৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ান অফস্পিনার।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন লায়ন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এ কীর্তিতে নাম লেখান তিনি।

১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অজিদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮৬। দুই ইনিংসেই (৭ ও ৬) লায়নের স্পিন ঘূর্ণিতে নাকাল হয় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

সাকিব আল হাসানকে ফিরিয়ে সিরিজে নিজের ১৯তম উইকেট দিয়ে নতুন রেকর্ডের জন্ম দেন ২৯ বছর বয়সী লায়ন। ছাড়িয়ে যান জেজে ফেরিসকে। যিনি ১৮৮৭ অ্যাশেজ সিরিজে ১৮টি উইকেট নিয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে একই সিরিজে ১৭টি উইকেট নেন চার্লি টার্নার। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে সমানসংখ্যক উইকেট পান স্টুয়ার্ট ম্যাকগিল। চার বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বার সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন ব্রেট লি।

সব মিলিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে এসে থামেন লায়ন। আর দুটি হলেই ছাড়িয়ে যেতেন লঙ্কান রঙ্গনা হেরাথকে। তিন বছর আগে পাকিস্তানের বিপক্ষে ২৩টি উইকেট দখল করেছিলেন অভিজ্ঞ লঙ্কান স্পিনার।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে (২৭-৩০ সেপ্টেম্বর) দলের ২০ রানে পরাজয়ে যেটা পারেনি তা চট্টগ্রামে করে দেখিয়েছেন লায়ন। নিজের ৬৯তম টেস্টে দ্বিতীয়বারের মতো ১০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন। প্রথমবার এই অর্জন আসে ভারতের বিপক্ষে অ্যাডিলেড ওভালে ২০১৪ সালে।

সবশেষ অস্ট্রেলিয়ান অফস্পিনার হিসেবে ১৯০২ সালে দু’বার ১০ উইকেট নিয়েছিলেন হিউ ট্রাম্বল। তাও আবার ওই বছরের অ্যাশেজে ব্যাক-টু-ব্যাক টেস্টে।

ঢাকা টেস্টেও লায়নের অর্জন কম নয়। ৯ উইকেট নিয়ে নিজের আড়াইশ’ টেস্ট উইকেট পূর্ণ করেছিলেন। অজিদের অলটাইম উইকেটটেকার লিস্টে ছাড়িয়ে যান রিচি বেনো ও জেসন গিলেস্পিকে। চট্টগ্রাম টেস্টসহ লায়নের নামের পাশে ৬৯ ম্যাচে ২৬৯ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।