ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘উইকেটের সুবিধা ওরা নিতে পেরেছে, আমরা পারিনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
‘উইকেটের সুবিধা ওরা নিতে পেরেছে, আমরা পারিনি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের সরল স্বীকারোক্তি-‘উইকেটের সুবিধা ওরা নিতে পেরেছে, আমরা পারিনি। হারের কারণ মূলত এটিই।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিম বলেন, ‘আমারা জানতাম উইকেট প্রথমদিন একরকম থাকবে, দ্বিতীয় দিন আরেকরকম, চতুর্থ-পঞ্চম দিনে আরেকরকম। কিন্তু উইকেট থেকে যতটুকু হেল্প নেওয়া যায় তা আমরা কাজে লাগাতে পারিনি।

তারা কাজে লাগিয়েছে। ’

দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট পেয়েছেন নাথান লায়ন। প্রথম টেস্টেও বাংলাদেশকে ভুগিয়েছেন তিনি। তুলে নিয়েছিলেন ৯ উইকেট। সবমিলিয়ে ২২ উইকেট পেয়ে ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে হয়েছেন সিরিজ সেরা।
 
নাথান লায়ন নিয়ে বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, ‘লায়নই একমাত্র বোলার যে উইকেটের বেনিফিট নিতে পেরেছে। কিন্তু এরপরেও আমাদের কিছু আউট ছিল, যেগুলো মানা যায় না। ’

দল প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে মন্তব্য করে মুশফিকুর রহিমের মত, ‘প্রথম ইনিংস ভাইটাল রোল প্লে করেছে। সেখানেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি। কারণ প্রথমদিন যেরকম উইকেট ছিল সেখানে কোনভাবেই আনপ্লেয়েবল কিছু ছিল না। কিন্তু ডে ফোরে এসে যেখানে উইকেটের বাজে অবস্থা হয়ে যায় সেই সময় ৭২ রানে পিছিয়ে থাকি-তখন খুব কঠিন হয়ে যায়। প্রথম ইনিংসে আমরা যদি ৩৫০ কিংবা ৪০০’র কাছাকাছি রান করতে পারতাম তাহলে আমরা এগিয়ে থাকতাম। প্রথম ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।