আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অংশ নিতে ‘সিলেট সিক্সার্স’র শুভ সূচনা হতে যাচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ লক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর মেন্দিবাগ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন সংশ্লিষ্টরা।
এর আগে বেলা ২টায় নগরী হাফিজ কমপ্লেক্সে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে মধ্যাহ্নভোজ, বিকেল ৩ টায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার সাব্বির রহমান। সিলেট সিক্সার্সের উপদেষ্টা ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র প্রতিষ্ঠাতাকালীন ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমদ চৌধুরী, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত।
এদিকে, সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ উপলক্ষে নিরাপত্তার কারণে অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে না। তবে কিছু শর্ত সাপেক্ষে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠান উপভোগের দ্বার উন্মোচনে সংশ্লিষ্টদের চেষ্টা রয়েছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এনইউ/জিপি