ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার পর ভারত সফরে যাবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
অস্ট্রেলিয়ার পর ভারত সফরে যাবে নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

হোম সিজন সূচিতে ৮টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করা অস্ট্রেলিয়ার পর ভারত সফর করবে নিউজিল্যান্ড।

সীমিত ওভারের সিরিজে অজিদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাইতে ১২ সেপ্টেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচের পর একই মাঠে ১৭ তারিখে প্রথম ওডিআই।

বাকি চারটি যথাক্রমে ২১, ২৪, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর কলকাতা, ইন্দোর, বেঙ্গালুরু ও নাগপুরে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।  

টি-২০ তিনটির (৭, ১০ ও ১৩ অক্টোবর) ভেন্যু রাঁচি, গুয়াহাটি ও হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়া সিরিজ শেষের পরপরই কিউইদের বিপক্ষে সীমিত ওভারে সিরিজে ব্যস্ত সময় কাটাবে বিরাট কোহলির দল।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেন্নাইতে দু’টি ওয়ার্মআপ ম্যাচ (১৭ ও ১৯ সেপ্টেম্বর) খেলার সুযোগ পাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা। মুম্বাইতে প্রথম ওয়ানডে ২২ অক্টোবর। পরের দুই ম্যাচ হবে পুনে ও কানপুরে যথাক্রমে ২৫ ও ২৯ অক্টোবর। ১, ৪ ও ৭ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ভেন্য দিল্লি, রাজকোট ও তিরুবনন্তপুরম।

দু’টি টিমই ২০১৬-১৭ সিজনে ভারত সফর করেছিল। অস্ট্রেলিয়া টেস্টে, যেটি তারা হেরে যায় ২-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে খেলেছিল। দু’টি সিরিজেই তারা হার মানে।

প্রসঙ্গত, গত মৌসুমে ভারত তিনটি নতুন টেস্ট ভেন্যু প্রদর্শন করে। এবার তারা গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে আন্তর্জাতিক ম্যাচ আয়োজসের ছাড়পত্র পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।