ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে বোলারদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
লর্ডসে বোলারদের দিন ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১২৩ রানে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। ৪৬ রানে চার উইকেট হারিয়ে উল্টো নিজেরাই এখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়। লর্ডস টেস্টের প্রথম দিনটি বোলারদেরই বলা চলে।

একাই ৬ উইকেট নিয়ে টস জেতা ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপে ধস নামান বেন স্টোকস। দু’টি করে নেন জেমস অ্যান্ডারসন ও টবি রোল্যান্ড-জোনস।

সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার কাইরন পাওয়েল। শাই হোপের ব্যাট থেকে আসে ২৯।

.নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডও ভোগে রোচ-হোল্ডারের পেস তোপে। ২৪ রানে চার উইকেট হারানোর পর ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন ডেভিড মালান ও স্টোকস। দু’জনই ১৩ রানে অপরাজিত থাকেন। কেমার রোচ ও অধিনায়ক জেসন হোল্ডার দু’টি করে উইকেট নেন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা। এজবাস্টনে ইনিংস ব্যবধানে হারের পর হেডিংলিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। লর্ডসে তাই দু’দলের সামনেই সিরিজ জয়ের চ্যালেঞ্জ। যার শুরুটা হলো বোলারদের দাপট দিয়ে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।