ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে ঝামেলা পাকাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
বিপিএলে ঝামেলা পাকাচ্ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের উপার্জনের একটা বড় উৎস। বিপিএলের প্রথম আসরে সবচেয়ে বেশি ২০ জন বিদেশি ক্রিকেটার খেলেছে পাকিস্তানের। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে ৫২ জন পাকিস্তানি ক্রিকেটার নিলামে ছিলেন। পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া না পাওয়ার ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে আছে এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তানের দিক থেকে প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলতেও পারছে না তারা।

কারণ বিপিএলের পঞ্চম আসর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন অন্তত দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে সময়-সূচির সংঘর্ষ বাধবে। আর নতুন করে সমস্যা তৈরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হবে বিপিএল চলাকালীন। এবার নতুন করে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ করা হয়েছে। তাতে, পাকিস্তানি তারকা ক্রিকেটারদের এবারের বিপিএল আসরে দেখা নাও যেতে পারে।

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ অবশ্য এই প্রথম অন্য দেশের লিগের সময় সূচির সঙ্গে ঝামেলা পাকাচ্ছে না। গত আগস্টে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছিল। সেবার ১৩ জন পাকিস্তানি ক্রিকেটার ইংল্যান্ডের কাউন্টি আর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলে খেলছিলেন। তাদের জরুরি তলবে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল। পরে খোদ পাকিস্তানেই এর সমালোচনা হলে পরে ক্রিকেটারের আবারো খেলতে যাবার অনুমতি দেওয়া হয়।

এবার নতুন করে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের তারিখ ঘোষণা করা হয়েছে। ৪ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পুরো টুর্নামেন্টটাই সংঘর্ষ তৈরি করেছে বিপিএল এবং দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সঙ্গে। তাতে, পাকিস্তানি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা কিংবা বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন না। বিপিএল শুরু হওয়ার কথা ২ নভেম্বর। শেষ হওয়ার কথা ১০ ডিসেম্বর। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ৩ নভেম্বর এবং শেষ হওয়ার কথা ১৬ ডিসেম্বর।

এদিকে, ইএসপিএন ক্রিকইনফোর পক্ষ থেকে পিসিবির কাছে এই সাংঘর্ষিক সময়সূচির বিষয়টা তুলে ধরা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কো অর্ডিনেশন এর পরিচালক আমজাদ হোসেন জানান, পাকিস্তানি ক্রিকেটারদের অবশ্যই সবার আগে তাদের ঘরোয়া ক্রিকেটের দাবি মেটাতে হবে। সাতজন পাকিস্তানি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় খেলার নিশ্চয়তা দিয়েছেন। তারা হলেন, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, মোহাম্মদ নওয়াজ, ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, আনোয়ার আলি, ইমাদ ওয়াসিম। তারা কয়েকটি ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন। তবে, শহিদ আফ্রিদি এবং জুনায়েদ খানই শুধুমাত্র বিপিএলে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ সম্পর্কে ক্রিকইনফোকে বিপিএলে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘আমরা এখনও পাকিস্তানি ক্রিকেটারদের পক্ষ থেকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিছুই শুনিনি। তবে সত্যিই যদি এমন হয় তবে তাদের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে, কেননা বিপিএল বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক লিগ। তবে আমরা আত্মবিশ্বাসী। পাকিস্তানিরা না আসলেও আমরা বিপিএল আয়োজন করতে পারবো। কারণ, আমাদের হাতে প্রচুর বিদেশি খেলোয়াড় আছে। তাদেরকে পাকিস্তানিদের জায়গায় রিপ্লেস করতে পারবো। ’

এবারের আসরে পাকিস্তানের তারকা অলরাউন্ডার আফ্রিদির নতুন ঠিকানা ঢাকা ডায়নামাইটসে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।