ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রোচ-হোল্ডাররা ম্যাচে ফেরালো ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
রোচ-হোল্ডাররা ম্যাচে ফেরালো ক্যারিবীয়দের ছবি:সংগৃহীত

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বোলাররা। ইংল্যান্ডের বিপক্ষে এবার ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ও জেসন হোল্ডার দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ১শ’ রানের আগেই ৩ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ২২ রানের লিড নিয়েছে দলটি।

সিরিজ নির্ধারণী টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ৯৩ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। ৪৫ রান করে বিদায় নেন কাইরন পাওয়েল।

৩৫ রানে অপরাজিত আছেন শাহি হোপ। জেমস অ্যান্ডারসন ২টি উইকেট লাভ করেন। এদিন ক্যারিয়ারের ৫০০তম টেস্ট উইকেট তুলে নেন অ্যান্ডারসন।

এর আগে স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংস ১৯৪ রানে শেষ হয়। ফলে ৭১ রানের লিড পায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন বেন স্টোকস। দলের হয়ে এছাড়া ভালো স্কোর আর কেউ করতে পারেননি। ক্যারিবীয় ফাস্ট বোলার রোচ ৫ উইকেট তুলে নেন। ৪ উইকেট পান অধিনায়ক হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১২৩ রানে সবকটি উইকেট হারিয়েছিলো।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।