ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম সতীর্থ আমলাকে টার্গেট করলেন হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
তামিম সতীর্থ আমলাকে টার্গেট করলেন হাসান ‘ভাই’ হাশিম আমলাকে আউট করতে চান হাসান-ছবি:সংগৃহীত

দীর্ঘ দিন পর পাকিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট ফিরছে। আইসিসির নিজ উদ্দ্যোগে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আর এই সিরিজে পাকিস্তানি তরুণ পেসার হাসান আলী দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলার বিপক্ষে বল করার আশা প্রকাশ করেছেন।

২৩ বছর বয়সী হাসান সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। যেখানে আন্ডারডগ হিসেবে পাকিস্তান শিরোপা নিশ্চিত করে।

আর ইন্ডিপেন্ডেন্ট কাপ নামে আসছে সিরিজটিতে বিশ্ব তারকাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন ডানহাতি এ বোলার।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর এবারই কোনো বড় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আর এমন সিরিজে থাকতে পেরে রোমাঞ্চিত হাসান বলেন, ‘ঘরের মাঠে এটিই হবে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিজ দর্শকদের সামনে খেলবো ভেবে আমি রোমাঞ্চিত। ’

পরে বিশ্ব একাদশের অন্যতম খেলোয়াড় আমলা প্রসঙ্গে হাসান বলেন, ‘বিশ্ব একাদশ দারুণ দল। এখানে ভালো ক্রিকেটাররা রয়েছে। আমি তাদের বিপক্ষে ভালো বল করার চেষ্টা করবো। বিশেষ করে আমি ‘ভাই’ হাশিম আমলাকে আউট করতে চাইবো। এটা আমাকে আরও বেশি আনন্দ দেবে। ’

বিশ্ব একাদশআগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দুবাইয়ে হবে বিশ্ব একাদশের অনুশীলন ও সংবাদ সম্মেলন। আগামী ৯ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা।

বিশ্ব একাদশের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচ, অস্ট্রেলিয়া থেকে তিন, ওয়েস্ট ইন্ডিজ থেকে দুই এবং বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার খেলবেন। এই দলের খেলোয়াড়দের রাষ্ট্রপ্রধানদের জন্য বরাদ্দ নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকছে না।

বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্র্যান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি। ১৪ সদস্যের বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ ডু প্লেসি আর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।