ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রূপালী ব্যাংকের দল গঠন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রূপালী ব্যাংকের দল গঠন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রূপালী ব্যাংকের দল গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লীগের বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক মহিলা ক্রিকেট টিম গত বছরের মতো এ বছরও শক্তিশালী দল গঠন করেছে।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয়ে মহিলা ক্রিকেটারদের সাথে চুক্তিস্বাক্ষর করে রূপালী ব্যাংক।

এ বছরও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ, জাতীয় দলের আয়েশা রহমান, সানজিদা রহমানসহ উঠতি তারকা ক্রিকেটারদের দলভূক্ত করেছে ব্যাংকটি।

খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ভারতীয় কোচ মানজিৎ সিং এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ জানিয়েছে তারা তিনজন বিদেশি মহিলা ক্রিকেটারকেও দলভূক্ত করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আতাউর রহমান প্রধান জানান, দেশের মহিলা ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ব্যাংকটির এই কার্যক্রম।

এ সময় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি হাসনে আলম, ডিএমডি বিষ্ণু পদ চৌধুরী, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম কাইসুল হক, জাকিয়া সুলতানাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।