ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অনিশ্চিত মোসাদ্দেক যাচ্ছেন থাইল্যান্ডে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
অনিশ্চিত মোসাদ্দেক যাচ্ছেন থাইল্যান্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু চোখের কর্নিয়াতে ইনফেকশনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দলে রাখা হলেও বাদ পড়েছিলেন। চোখের সমস্যা পুরোপুরি ঠিক না হওয়ায় নির্বাচকরা তার জায়গায় দলে নেন মুমিনুল হককে।

এবার বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা সফর। চোখের সমস্যা না কমায় দক্ষিণ আফ্রিকা সফরেও অনিশ্চিত তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক।

এখনো তার চোখের ইনফেকশন ভাল হয়নি বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন দুই একদিনের মধ্যেই সৈকত থাইল্যান্ড যাবেন উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সেখানে চোখের চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

দেবাশীষ জানান, ‘সৈকতের চোখ এখনো পুরোপুরি ভালো হয়নি। দুই এক দিনের মধ্যেই তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। ইতোমধ্যে তার ভিসার সব কাজ সম্পন্ন হয়েছে। সেখানে চিকিৎসকের সঙ্গে তার মঙ্গলবার দেখা করার কথা। সেখানে আমাদের স্পেশালিস্ট চক্ষু বিশেষজ্ঞ আছেন, তার পরামর্শ নিতেই সৈকতকে পাঠানো হবে। যদিও তার চোখের সমস্যা খুব মারাত্মক টাইপের নয়, তারপরও আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আমরা আগেই পরামর্শ করেছি, দ্বিতীয়বার আরও ভালো করে পরামর্শ করার জন্য সৈকতকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। ’

তিনি আরও জানান, ‘যেহেতু তার চোখের সমস্যাটা ইনজুরি টাইপের নয়, তাই বলা কঠিন ঠিক কতদিনে সে পুরোপুরি সেরে উঠবে। তবে যদি দ্রুত ভালো হয়ে যায় আর সে যদি ফিট থাকে তাহলে হয়তো টেস্টে না হলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে খেলতে পারবে। এখনই কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। ’

থাইল্যান্ডে চক্ষু বিশেষজ্ঞের কাছে সৈকতকে একা পাঠানো হবে না। তার সঙ্গী হবেন বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম। সৈকতের মতো একই সমস্যায় রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে চোখে আঘাত পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই আঘাত থেকে চোখের কর্নিয়ায় সংক্রমণ হয় তার।  

এদিকে, তিন ফরমেটের সিরিজ খেলতে চলতি মাসের ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বে বাংলাদেশ দল। এই সফরে দুই টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২৮ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট। টেস্টের পর ওয়ানডে সিরিজ। সবশেষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।