বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপেরাসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ভারতীয় মিডিয়ায় এমনটিই নাকি জানিয়েছেন।
ভারতীয় মিডিয়া ক্রিকবাজের খবরে বলা হয়, আকরাম খান তাদের জানিয়েছেন, ‘সাকিব আগামী ছয় মাস টেস্ট ম্যাচ থেকে বাইরে থাকবে বলে আমাদের কাছে আবেদন করতে যাচ্ছে।
ছয় মাসের জন্য সাদা পোশাকের ম্যাচ থেকে বিরতি চাওয়ার আবেদন সাকিব নাকি আজই (১০ সেপ্টেম্বর) দিয়েছেন। তবে, সেটার অনুমোদন এখনও করা হয়নি।
ক্রিকবাজের খবরে আরও বলা হয়, সাকিব গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুমোদনের ব্যাপারে জানিয়েছিলেন। শনিবার বিসিবি সভাপতি নিজ বাসায় বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তবে, রোববারও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই প্রতিবেদনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘আমার ধারণা সে টেস্ট ক্রিকেটের অংশ হয়ে থাকবে। তবে অফিসিয়ালি কোনো ধরনের চিঠি না পাওয়ার আগ পর্যন্ত আমরা তার কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আমরা তাকে টেস্ট স্কোয়াডের অংশই ভাবছি। ’
সদ্যই ৫০তম টেস্টে মাইলফলক পেরুনো সাকিব যদি ৬ মাসের জন্য টেস্ট থেকে বিরতি নিতে চান, তাহলে দরজায় কড়া নাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, মিস করবেন দেশের মাটিতে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজও।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি