দলে আরও থাকছেন অলরাউন্ডার নাসির হোসেন। অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে।
গতবার সাব্বির খেলেছিলেন রাজশাহী কিংসে। আর নাসির ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে।
সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী ও সিলেট সিক্সার্সের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত।
সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত। সিলেট সিক্সার্সের টিম ডিরেক্টর হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার ফারুক আহমদ, হেড কোচের দায়িত্ব পালন করবেন জাহিদ এহসান আর টিম ম্যানেজার হিসেবে থাকছেন সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি