ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
দেশে ফিরলেন মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো অংশগ্রহণ শেষে রোববার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সদ্য ঘরের মাঠে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে না থাকায় সিপিএল খেলতে যান এ তারকা।

দেশে ফেরার ব্যাপারটি ‍সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বদলি ক্রিকেটার হিসেবে ডাক পান রিয়াদ।

এর ফলে চতুর্থ বাংলাদেশি হিসেবে সিপিএলে খেলতে যান তিনি। পুরো টুর্নামেন্ট শেষেই তিনি ঢাকায় পা রাখলেন।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের আসরে মোট পাঁচটি ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান না দিতে পারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার। ব্যাটিং ব্যর্থতায় আসরে মাত্র ১১ রান আসে রিয়াদের ব্যাট থেকে। তবে বল হাতে ইকোনোমিক বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

সিপিএলের পঞ্চম আসরের এলিমিনিটর ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সরের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন রিয়াদ। যদিও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ঐ ম্যাচে রিয়াদ বল হাতে নিজের সেরাটা দিলেও বাকি বোলারদের দৃঢ়তার অভাবে পাঁচ উইকেটের পরাজয় মেনে নিতে হয় জ্যামাইকাকে। যার ফলে পঞ্চম আসর থেকে বিদায় ঘণ্টা বাজে সিপিএলের আগের আসরের শিরোপাজয়ী দল জ্যামাইকা তালাওয়াসের।

উল্লেখ্য, এবারের আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও জ্যামাইকা তালাওয়াসের হয়ে বাংলাদেশ থেকে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির হয়ে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি সাকিব করেন অপরাজিত সর্বোচ্চ ৪৪ রানসহ মোট ৬১ রান। তাছাড়া মোট ৯ ওভার বল করে ওভার প্রতি ৭.৩ হারে রান দিয়ে উইকেট শিকার করেন তিনটি।

এবারের সিপিএল আসরে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানায় ডোয়েন ব্রাভোর নেতৃত্বে এই দলটিতে ছিলেন বাংলাদেশি তারকা মেহেদি হাসান মিরাজ। যদিও কোনো ম্যাচ খেলার আগেই অজিদের বিপক্ষে খেলতে বাংলাদেশে ফেরত আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।