ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার রংপুর যাচ্ছেন সাকিব

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
বুধবার রংপুর যাচ্ছেন সাকিব

রংপুর: দিনব্যাপী ক্রিকেট কর্মশালা ও যুবসমাবেশে অংশ নিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) রংপুরে যাচ্ছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। 

এদিন সকাল ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও দুপুর ২টায় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে তিনি তরুণদের উদ্ধুদ্ধ করবেন।

তরুণদের মাদকমুক্ত রংপুর গঠনে উদ্ধুদ্ধকরণ, খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আকৃষ্ট করার জন্য সাকিব আল হাসান সকাল দশটা থেকে বেরোবির খেলার মাঠে উপস্থিত থেকে নিজের ক্রিকেটজ্ঞান ও উদ্ধুদ্ধকরণ বক্তব্য রাখবেন।

 

এরপর দুপুর দুইটার দিকে তিনি রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্রিকেট গার্ডেন মাঠে একই রকম কর্মশালা ও যুবসমাবেশে অংশ নেবেন।

ক্রিকেট আইকন সাকিব আল হাসানের আগমন উপলক্ষে ক্রিকেটপ্রেমী বেরোবির শিক্ষার্থীসহ রংপুরবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।