ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিন কোচ যোশির চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
স্পিন কোচ যোশির চুক্তি নবায়ন স্পিন কোচ যোশির চুক্তি নবায়ন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে স্বল্প সময়ের জন্য ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। আর সেই সিরিজে বাংলাদেশ দল ভালো করায় যোশির সঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-১ ব্যবধানে ড্র করে। যেখানে মিরপুরে প্রথম টেস্ট জয়ের মাধ্যমে প্রথমবারের মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাদা পোশাকে জয় পায় টাইগাররা।

বলা বাহুল্য এই সিরিজ জয়ে বাংলাদেশের স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেখানে অজিদের ১৯ উইকেটই তুলে নেন স্পিনাররা। স্পিনে নেতৃত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে যোগ্য সহায়তা করেছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এদিকে দলের এমন সাফল্যের পেছনে বোলারদের বেসিক নিয়ে কাজ করছেন বলে জানান যোশি। তিনি বোলারদের পরামর্শ দেন খেলায় মাঠ ও এর পরিবেশকে কাজে লাগাতে, যা কিনা স্পিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দলের হয়ে যোশির পরবর্তী অ্যাসাইনমেন্ট দক্ষিণ অাফ্রিকা। যেখানে টাইগাররা দুটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।