ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শনিবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
শনিবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আর ক’দিন পরেই বিশ্ব ক্রিকেট মেতে উঠবে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনায়। পঞ্চম আসরের ফ্রাঞ্চাইজিগুলো দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যেই দল গুছিয়ে নিয়েছে। আইকন ক্রিকেটারদের পরে এবার বাকি ক্রিকেটারদের দল পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে।

সব দলের আইকন নির্বাচন হয়ে গেছে আগেই। বিপিএলের পঞ্চম আসরের দল চূড়ান্ত হওয়ার পর এবার প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুরুতে ৪ নভেম্বর বলা হলেও এখন এগিয়ে ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এবারের বিপিএলে ৭টি দল অংশ নিচ্ছে। নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সিলেট সিক্সার্স। বাদ পড়েছে বরিশাল বুলস। আগের মতোই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

সিলেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়াবে। প্রত্যেক দলের হয়ে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় একাদশে থাকতে পারবেন। প্লেয়ার্স ড্রাফট থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে প্রতি দলকে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ড্রাফট থেকে নিতে হবে অন্তত ১৩ ক্রিকেটারকে।

প্লেয়ার্স ড্রাফটের পুরো অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।