ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে অস্ট্রেলিয়ার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ভারতে অস্ট্রেলিয়ার বিশাল জয় ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারত সফরে গিয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামার আগে দেশটির বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৩ রানের বিশাল জয় পেয়েছে ওয়ার্নার-স্মিথ-ম্যাক্সওয়েলরা।

চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৪৭ রান। জবাবে, ভারতের বোর্ড প্রেসিডেন্ট দল ৪৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তোলে ২৪৪ রান।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৮ বলে ১১টি বাউন্ডারিতে ৬৪ রান করেন। আরেক ওপেনার হিলটন কার্টরাইট ০ রানে বিদায় নেন। দলপতি স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৫৫ রান। ৬৫ রান করেন ট্রেভিস হেড। ম্যাক্সওয়েল ১৪ রান করে সাজঘরে ফেরেন।

ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন মার্কাস স্টইনিস। ৬০ বল মোকাবেলা করে তিনি ৪টি চার আর ৫টি ছক্কায় তার ইনিংসটি সাজান। উইকেটরক্ষক ম্যাথু ওয়েড ২৪ বলে দুটি চার আর চারটি ছক্কায় করেন ৪৫ রান।

৩৪৮ রানের টার্গেটে নেমে ভারতের দলটির ওপেনার শ্রী গ্বোসামী ৪৩, মায়াঙ্ক আগারওয়াল ৪২, নিতিশ রানা ১৯, গুরকিরাত মান সিং ২৭, ওয়াসিংটন সুন্দর ১১, অক্ষয় ৪০ আর কুসাঙ্গ প্যাটেল ৪১ রান করেন।

অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাস্টন অ্যাগার ৪টি, কেন রিচার্ডসন দুটি উইকেট পান। এছাড়া, অ্যাডাম জাম্পা, জেমস ফকনার, স্টইনিস একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।