ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল এইডেন মারক্রামের নেতৃত্বে দল-ছবি:সংগৃহীত

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রোটিয়া সফরে দেড় মাসে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার সফর উপমহাদেশের দলগুলোর জন্য বরাবরই চ্যালেঞ্জের। আর বাংলাদেশ তো প্রায় আট বছর পর দেশটিতে খেলতে যাচ্ছে।

তাই নিজেদের ঝালিয়ে নিতে মুশফিক-তামিমরা আগামী সপ্তাহে খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ।

টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সাউথ আফ্রিকা’স ইনভাইটেশন ইলেভেন নামের এই দলটির নেতৃত্বের ভার পড়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রাম। ১২ সদস্যের ঘোষিত এই দলে প্রাধান্য দেওয়া হয়েছে তারুণ্যকে।

আগামী ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। তার আগে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ। আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকা’স ইনভাইটেশন ইলেভেনের স্কোয়াড:

এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।