ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের ইউল্যাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের ইউল্যাব ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইউনাইটেড আরব আমিরাত এর হেরিওট ওয়াট ইউনিভার্সিটিকে ৬ উইকেটে হারিয়েছে। এই ম্যাচ জেতার মধ্য দিয়ে ইউল্যাব গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে।

হেরিওট ওয়াট ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৮২ রানে অলআউট হয়। দলের পক্ষে রোহিত জামাল সর্বোচ্চ ২১ রান করে।

ইউল্যাবের মোরসালিন মরতুজা ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

জবাবে ইউল্যাব মাত্র ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করে। ইউল্যাব এর পক্ষে নাহিদুল ইসলাম ১৩ বলে ১৭ রান করেন।

টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচে ইউল্যাব শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিন আফ্রিকার নর্থ ইষ্ট ইউনিভার্সিটি এর মুখোমুখি হবে।

এর আগে সোমবার ইউল্যাব নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজিকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারায়।

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি, জিম্বাবোয়ে; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; জিন্নাহ গভার্ণমেন্ট কলেজ নাজিমাবাদ, করাচি, পাকিস্তান; নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি ( এনডব্লিউইউ), দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।