ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াটসনের কণ্ঠে ‘জিতবে ঢাকা দেখবে দেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ওয়াটসনের কণ্ঠে ‘জিতবে ঢাকা দেখবে দেশ’ ঢাকা ডায়নামাইটস

নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। আর প্রথমবারের মতো বিপিএলের আসরে নিজেকে নিয়ে রোমাঞ্চিত বিশ্ব ক্রিকেট মাতিয়ে বেড়ানো ওয়াটসন।

অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শেন ওয়াটসন।

ভিডিওতে ওয়াটসন বলেন, ‘ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের উন্মাদনা এর আগেও দেখেছি। এবার ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের মাতাতে আসছি। মাঠে আসুন এবং বিপিএলের উত্তেজনা অনুভব করুন। ’

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন শেন ওয়াটসন। মিরপুর শের-ই-বাংলায় টাইগারদের বিপক্ষে মাত্র ৬৯ বল মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নেন। ৯৬ বলে ১৫টি চার আর ১৫টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি। সেই ইনিংসটিকে ভুলেননি ওয়াটসন। এবারও একই ফর্ম ধরে রাখার প্রত্যয় তার।

ভিডিওতে তিনি যোগ করেন, ‘বাংলাদেশ সফরে আমি আমার ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেছিলাম। আশা করছি ওই ফর্ম এবারও ফিরিয়ে আনতে পারব। ’ ভিডিও বার্তায় ঢাকা ডায়নামাইটসের স্লোগান দিতে ভুল করেননি তিনি, ভাঙা উচ্চারণে বাংলায় বলেছেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ। ’

এবারও শক্তিশালী দল গঠন করছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ১১ বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারের আসরে সর্বোচ্চ ৫ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন প্রতি ম্যাচে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে খেলবেন জিম্বাবুয়ের তারকা ও দলপতি গ্রায়েম ক্রেমার, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। গত আসরে ডায়নামাইটসে খেলা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে দলটি।

সাকিব আল হাসানের নেতৃত্বে বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এবারো দলের আইকন হিসেবে থাকছেন সাকিব। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইস, রনসফোর্ড বিটন, রভম্যান পাওয়েল, শ্রীলঙ্কার তারকা নিরোশান ডিকওয়ালা, আসেলা গুনারত্নে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।