আইসিসি অবশ্য পাকিস্তানের মন্তব্যে সায় দিয়েছে। আর বিশ্ব একাদশ নয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা চাচ্ছে পূর্ণ সদস্যের দলগুলোকেই সফর করাতে।
বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে লাহোরে গিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সেখানে তিনি জানালেন পূর্ণ সদস্য দেশগুলোকে পাঠানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা।
তিনি বলেন, ‘তিন বছরের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে আইসিসি এরই মধ্যে বিনিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে পাকিস্তানে শুধু বিশ্ব একাদশ নয়, আরও বেশি বেশি পিএসএল ম্যাচ সেখানে হবে আশা করি। পাকিস্তান সফরে আরও পূর্ণ সদস্য দেশকে আনার ইচ্ছা আছে। স্বাভাবিক পরিস্থিতিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর এটাই উপযুক্ত পদক্ষেপ হবে। ’
বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ কোনও সমস্যা ছাড়া শেষ হলে আগামী ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা। নভেম্বরে সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস