শাস্ত্রীর বলেন, ‘ধোনির মতো ক্রিকেটার কোথায় পাবেন? গাভাস্কার, শচীন, কপিল দেবদের সারিতেই রয়েছে ধোনি। ও যা যা করেছে, আমাদের উচিত তাকে সম্মান জানানো।
তিনি আরও বলেন, ‘ও যদি এভাবেই খেলতে থাকে, তা হলে ২০১৯ বিশ্বকাপ দল থেকে ওকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। সত্যি বলতে কী, ধোনিকে ছাড়া দল গঠনের কথা আমরা ভাবতেও পারি না। ’
পরে শাস্ত্রীকে প্রশ্ন করা হয় যুবরাজ আর রায়নার জন্য কি দরজা বন্ধ? তার জবাবে তিনি বলেন, ‘দরজা বন্ধ হতে যাবে কেন? ওরা ফিট হলে, তবেই ওদের দলে নেওয়ার কথা ভাবা হবে। এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে, তাতে ২০-২৫ জন ক্রিকেটারকে তৈরি রাখা সব সময় দরকার। একজন খেলোয়াড় কখনও সব ধরনের ম্যাচ খেলতে পারে না। তাদেরও বিশ্রাম দরকার। ’
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস