ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দল থেকে ধাওয়ানের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
ওয়ানডে দল থেকে ধাওয়ানের নাম প্রত্যাহার বিরাট কোহলি ও শিখর ধাওয়ান / ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিনটি ওয়ানডেতে খেলবেন না শিখর ধাওয়ান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি চেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এ ওপেনার।

এদিকে ধাওয়ানের বিকল্প কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ১৬ সদস্যের স্কোয়াডে ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে।

সে যাই হোক, সিরিজের শুরুতেই ইনফর্ম ধাওয়ানের অনুপস্থিতি ভারতের জন্য একটা ধাক্কা।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফর্মের তুঙ্গে ৩১ বছর বয়সী ধাওয়ান। এ সময়ে ওয়ানডেতে ১৪ ইনিংসে দু’টি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক হাঁকিয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ও একমাত্র টি-২০ মিস করেন। মায়ের শরীর খারাপ করায় দেশে ফিরে আসেন। এবার স্ত্রীর অসুস্থতার কারণে খেলার বাইরে থাকতে হচ্ছে।

চেন্নাইতে আগামী ১৭ সেপ্টেম্বর (রোববার) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরবর্তী চারটি ওডিআই যথাক্রমে ২১, ২৪, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। এরপর তিনটি টি-টোয়েন্টিতে (৭, ১০ ও ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা) মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।