ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিমের স্থলাভিষিক্ত ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
ওয়াসিমের স্থলাভিষিক্ত ওয়াকার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস / ছবি: সংগৃহীত

সাবেক পাকিস্তান পেস আইকন ও জাতীয় দলের দু’বারের হেড কোচ ওয়াকার ইউনিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড।

কোচিং পদ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াকার। এর আগে ডিরেক্টর ভূমিকায় ছিলেন ওয়াসিম আকরাম।

সাম্প্রতিক সময়ে সর্বকালের অন্যতম সেরা পেস জুটি ওয়াকার ও ওয়াসিমের মুলতান সুলতান্সের কোচিং স্টাফে একত্রিত হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবে রূপ নেয়নি।

এক ঘোষণায় ওয়াকারের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ইসলামাবাদ ইউনাইটেড টিমের মালিক আলী নাকভি। এই দলটির অধিনায়ক মিসবাহ উল হক। আগামী বছর পিএসএল’র তৃতীয় আসরের পর্দা উঠবে। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

প্রথম আসরের শিরোপা ঘরে তোলে ইসলামাবাদ। এ বছর চ্যাম্পিয়নের আসনে বসে পেশোয়ার জালমি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।