ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েতে টেইলরের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
জিম্বাবুয়েতে টেইলরের প্রত্যাবর্তন ছবি: সংগৃহীত

কোলপাক চুক্তি ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের জার্সিতে প্রত্যাবর্তনের অপেক্ষায় ৩১ বছর বয়সী এ অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ইতোমধ্যেই টেইলরকে চুক্তি বাতিল করার অনুমতি দিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার। এরপরই জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে পুনরায় চুক্তিতে আবদ্ধ হন তিনি।

এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই।

নেদারল্যান্ডস, পাকিস্তান ‘এ’ দল ও অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন টেইলর। সবশেষ ২০১৫ সালের মার্চে অকল্যান্ডে বিশ্বকাপ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস। এরপর আর জিম্বাবুয়ে টিমে তাকে দেখা যায়নি। পাড়ি জমান ইংল্যান্ডে।

এখন পর্যন্ত ২৩ টেস্ট, ১৬৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেইলর। সাদা পোশাকে তার দখলে চারটি সেঞ্চুরি। রান ১৪৯৩। ওয়ানডেতে ৩২টি ফিফটির পাশাপাশি শতক হাঁকিয়েছেন আটবার। এ ফরমেটে ৫ হাজারের অধিক (৫২৫৮) রানের মালিক তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে আছে পাঁচটি হাফসেঞ্চুরি। রান ৫৯৪।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।