দীর্ঘ বিরতির পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার আশা শেষ হয়ে যায় স্টেইনের। কেননা আগামী সপ্তাহে দেশটির প্রথম শ্রেণির ম্যাচে টাইটান্সের হয়ে খেলার কথা থাকলেও ইতোমধ্যে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
এদিকে, চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে ফিল্যান্ডারের খেলার কথা ছিল কেপ কোবরার হয়ে। ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছিলেন ফিল্যান্ডার। যা থেকে পুরোপুরি তিনি সেরে উঠেননি বলেই ধারণা করা হচ্ছে। নাইটসের বিপক্ষে ম্যাচের আগে কেপ কোবরার কোচ অ্যাসওয়েল প্রিন্স নিশ্চিত করেছেন ফিল্যান্ডারের না খেলাটা। কোবরার কোচ জানান, ‘এটা খুব হতাশার যে প্রথম রাউন্ডে ফিল্যান্ডারকে খেলাতে পারছি না। কারণ আমরা জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষেত্রে সবগুলো বিষয় নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাদের ক্রিকেট দক্ষিণ আফ্রিকার গাইড লাইন মেনে চলতে হচ্ছে। ’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেতে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে খেলাটা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর ফিল্যান্ডার কোনো ধরনের ক্রিকেটেই খেলেননি।
স্টেইন-ফিল্যান্ডার ছাড়া বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের পেস আক্রমণে থাকবেন মরনে মরকেল, কাগিসো রাবাদা। এছাড়া রিজার্ভ বোলার হিসেবে আছেন ক্রিস মরিস ও ডুয়ানে অলিভিয়েরা। প্রথম শ্রেণির ওপেনিং রাউন্ডের পরই টাইগারদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করবে ক্রিকেট সাউথ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র একটি ম্যাচই পাওয়া যাবে।
১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। এর আগে ২১ সেপ্টেম্বর শুরু হবে টাইগারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সফরে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরপি