ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সুযোগ পাওয়া বিদেশিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিপিএলে সুযোগ পাওয়া বিদেশিরা বিপিএলে সুযোগ পাওয়া বিদেশিরা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছরের ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসরটির পঞ্চম সংস্ককরণকে ঘিরে অনেক আগেই প্রস্তুতি শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক বিসিবি। ফলে দল গোছানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়েছিলো বাড়তি সময়।

আজ (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। তবে এর আগেই ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো।

এবারের অংশগ্রহণকারী সাতটি দলই নিলামের আগেই বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে।

বিপিএলে বিদেশিরা দারুণ ভূমিকা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় নিলামের আগে সবচেয়ে বেশি বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও এর আগের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে কম ৬ জন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চিটাগাং ভাইকিংস।

বিপিএলের সাতটি দলে এখন পর্যন্ত নাম লেখানো বিদেশিদের তালিকা: 

* চিটাগাং ভাইকিংসঃ লুক রঞ্চি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা।
* কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরনা খান, ফখর জামান, জস বাটলার, কলিন মুনরো, ম্যারলন স্যামুয়েলস, মোহাম্মদ নাবী, রাশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথিউস।
* ঢাকা ডায়নামাইটসঃ কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, রভম্যান পাওয়েল, রন্সফোর্ড বিটন, এভিন লিউইস, সুনীল নারাইন, কেভিন কুপার, গ্রায়েম ক্রেমার, ক্যামেরন ডেলপোর্ত।
* খুলনা টাইটান্সঃ জুনাইদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, ডেভিড মালান, কাইল অ্যাবোট, রিলে রুশো, সেকুগে প্রসন্ন।
* রাজশাহী কিংসঃ কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন সামি, ম্যালকম ওয়েলার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন।
* রংপুর রাইডার্সঃ রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশাল পেরেরা।
* সিলেট সিক্সার্সঃ রস হোয়াইটেলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উসমান খান, বাবর আযম, আন্দ্রে ম্যাককার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্তকি, ডেভি জ্যাকবস।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।