ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে পেলো রাজশাহী কিংস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
মোস্তাফিজকে পেলো রাজশাহী কিংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দলে নিলো রাজশাহী কিংস।

এর আগে প্রথমবারের মতো আইকন ক্রিকেটারের ট্যাগ লেগেছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গায়ে। সুযোগ পেয়েছিলেন বরিশাল বুলসে।

কিন্তু শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবারের আসরে খেলতে পারছে না বরিশাল। সে কারণে আইকন থেকে সরে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুর বলরুমে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার ড্রাফটে সবার আগে ডাকা হয় মোস্তাফিজের নাম। ক্যাটাগরি হিসেবে তিনি পাবেন প্রায় ৪৫ লাখ টাকা।

ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার মোস্তাফিজ। কোনো সন্দেহ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দের তালিকায় ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।