টাইগারদের মুখোমুখি হওয়ার আগে এলগার জানান, ‘বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মাত্র একটি চার দিনের ম্যাচ খেলব। কার বিপক্ষে খেলছি এটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ভালো করার জন্য সব ধরনের প্রস্তুতি-ই থাকতে হয়।
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে প্রোটিয়াদের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন এলগার। সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে খেলেছেন দুটি ম্যাচ। দুই বছর আগে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৪৭ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
ঢাকায় পরের টেস্টে বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি এলগার।
দক্ষিণ আফ্রিকা পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে আগামী ২৮ শে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। ৬ অক্টেবর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষ হলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি