ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিরূপ কন্ডিশনেও ঘূর্ণিযাদু দেখাবেন মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিরূপ কন্ডিশনেও ঘূর্ণিযাদু দেখাবেন মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের খবর কম বেশি যারা রাখেন তারা দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে বোধ করি অবগত আছেন। বোলিংয়ে দারুণ বাউন্স ও সুইংয়ে ভরা ওখানকার উইকেটে ব্যাটসম্যানদের ক্রিজে থাকাই দায়। পেসারদের বল পিচ আপ করা মাত্রই উঠে আসে বুক সমান উচ্চতায়। আর সাপের মতো সুইংয়ের ছোবল তো আছেই। সন্দেহাতীত ভাবেই তাই ওখানে পেসারদের দাপট থাকবে।

তবে, দক্ষিণ আফ্রিকার এমন পেস বান্ধব কন্ডিশনেও নিজের স্পিন যাদুতে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ তছনছ করতে চাইছেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নিজের লাইন লেংথ অনুযায়ী বল করতে পারলে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতায় এই সিরিজেও ভালো কিছু হবে বলে মত তার।


     
শনিবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান, ‘ওখানে স্পিন ওইরকম হবে না, তারপরও আমার কাছে মনে হয়, যদি নিজের মতো বল করতে পারি তাহলে ভালো কিছুই হবে। ’

এ সময় স্বাগতিক প্রোটিয়াদের কন্ডিশনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রতিটি সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকার কন্ডিশতো আরও চ্যালেঞ্জ। ’

তবে হাল ছাড়তে চাইছেন না এই লাল-সবুজের অফস্পিন অলরাউন্ডার, ‘আমার কাছে মনে হয়, আমাদের নিজ নিজ বিভাগে সবাই যদি শতভাগ দিতে পারি তাহলে ভালো কিছু করা সহজ হয়ে যাবে। আপনারা জানেন যে বাইরের কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত হচ্ছি এবং আমরা কম বেশি ভালো ফলাফলও করছি। '

আর এই ক্ষেত্রে তাকে আশা দেখাচ্ছে গত জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনাল ও তার আগের মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড বধ, ‘দেখেন চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডের কন্ডিশনে সেমি ফাইনালে উঠেছি। আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছি। এট কিন্তু আমাদের জন্য বড় একটি প্লাস পয়েন্ট যে বড় বড় দলগুলোকে বাইরের দেশে হারাতে পারছি। এটা আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো কিছু। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।