ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলের ছক্কার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
গেইলের ছক্কার সেঞ্চুরি গেইলের ছক্কার সেঞ্চুরি-ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টির রাজা তিনি। এই ফরম্যাটে ব্যাটিংয়ের প্রায় সবকটি রেকর্ডই তার দখলে। তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। এবার টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাঁকিয়েছেন ১০০ ছক্কা।

চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ শুরু করার আগে গেইলের ছয়ের সংখ্যা ছিল ৯৯ টি। আর ম্যাচে ক্যারিবীয়রা প্রথমে ব্যাটিংয়ে নামলে বেশি সময় নেননি তিনি।

তৃতীয় ওভারের তৃতীয় বলে ডেভিড উইলির শর্ট বলকে সীমানা ছাড়া করে গড়ে ফেলেন অনান্য এই কীর্তি।

এভিন লুইসের সঙ্গে উড়ন্ত শুরু করার পর রান আউটে কাটা পড়েন ক্রিস গেইল। আউট হওয়ার আগে খেলেন ২১ বলে ৪০ রানের এক দুর্ধর্ষ ইনিংস। তার ব্যাট থেকে আসে সমান চারটি চার ও চারটি ছয়।

৫২ ম্যাচের ৪৯ ইনিংসে ১০৩ টি ছয় মেরেছেন গেইল। তার পরেই আছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তার ব্যাট থেকে এসেছে ৯১টি ছয়। তিনি ম্যাচ খেলেছেন ৭১টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছয়ঃ
ক্রিস গেইল – ( ওয়েস্ট ইন্ডিজ ) – ১০৩ ছয় ৪৯ ইনিংসে
ব্র্যান্ডন ম্যাককালাম ( নিউজিল্যান্ড ) – ৯১ ছয় ৭০ ইনিংসে
শেন ওয়াটসন ( অস্ট্রেলিয়া ) – ৮৩ ছয় ৫৬ ইনিংসে
মার্টিন গাপটিল ( নিউজিল্যান্ড ) – ৭৬ ছয় ৫৯ ইনিংসে
যুবরাজ সিং ( ভারত ) – ৭৪ ছয় ৫১ ইনিংসে
ডেভিড ওয়ার্নার ( অস্ট্রেলিয়া ) – ৭৪ ছয় ৬৩ ইনিংসে

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।