চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ শুরু করার আগে গেইলের ছয়ের সংখ্যা ছিল ৯৯ টি। আর ম্যাচে ক্যারিবীয়রা প্রথমে ব্যাটিংয়ে নামলে বেশি সময় নেননি তিনি।
এভিন লুইসের সঙ্গে উড়ন্ত শুরু করার পর রান আউটে কাটা পড়েন ক্রিস গেইল। আউট হওয়ার আগে খেলেন ২১ বলে ৪০ রানের এক দুর্ধর্ষ ইনিংস। তার ব্যাট থেকে আসে সমান চারটি চার ও চারটি ছয়।
৫২ ম্যাচের ৪৯ ইনিংসে ১০৩ টি ছয় মেরেছেন গেইল। তার পরেই আছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তার ব্যাট থেকে এসেছে ৯১টি ছয়। তিনি ম্যাচ খেলেছেন ৭১টি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছয়ঃ
ক্রিস গেইল – ( ওয়েস্ট ইন্ডিজ ) – ১০৩ ছয় ৪৯ ইনিংসে
ব্র্যান্ডন ম্যাককালাম ( নিউজিল্যান্ড ) – ৯১ ছয় ৭০ ইনিংসে
শেন ওয়াটসন ( অস্ট্রেলিয়া ) – ৮৩ ছয় ৫৬ ইনিংসে
মার্টিন গাপটিল ( নিউজিল্যান্ড ) – ৭৬ ছয় ৫৯ ইনিংসে
যুবরাজ সিং ( ভারত ) – ৭৪ ছয় ৫১ ইনিংসে
ডেভিড ওয়ার্নার ( অস্ট্রেলিয়া ) – ৭৪ ছয় ৬৩ ইনিংসে
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস