ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অক্ষরের চোটে দলে ফিরলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
অক্ষরের চোটে দলে ফিরলেন জাদেজা ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগেই ধাক্কা খেল ভারত। হঠাৎই চোটের কারণে দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে ভালো খবর দ্রুতই ফেরত আনা হলো এই সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রামে থাকা রবিন্দ্র জাদেজাকে।

শুক্রবার অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পান অক্ষর। শনিবার দুপুর পর্যন্তও তাকে খেলানোর একটা চেষ্টা চলছিল।

কিন্তু সেই চেষ্টায় কোনও লাভ হয়নি। রাতে ভারতীয় বোর্ড অফিসিয়ালি ভাবে জানিয়ে দিল, অক্ষরের বদলি হিসেবে উড়িয়ে আনা হচ্ছে জাদেজাকে।  

ম্যাচের দিন সকাল, অর্থাৎ রোববারই চেন্নাই চলে আসছেন জাডেজা এবং ঠিক সময় এসে গেলে তার খেলার সম্ভাবনা খুব বেশি মাত্রায় আছে।

এই সিরিজের আগে জাদেজা ও আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেয় ভারতীয় বোর্ড। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও সীমতি ওভারের ক্রিকেটে বিশ্রামে ছিলেন তারা।

জাদেজা বর্তমানে টেস্টের দুই নম্বর বোলার। তবে ওয়ানডেতে সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে খেলার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচে ছিলেন উইকেট শূন্য।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।