ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক অজি লেগস্পিনার বব হোল্যান্ডের প্রয়াণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সাবেক অজি লেগস্পিনার বব হোল্যান্ডের প্রয়াণ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া বব হোল্যান্ড আর নেই। মস্তিষ্কের ক্যানসারের কাছে হার মেনে ৭০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এ লেগস্পিনার।

এ বছরের মার্চে হোল্যান্ডের ব্রেইন ক্যান্সার ধরা পড়েছিল। রোববার (১৭ সেপ্টেম্বর) নিউক্যাসল হাসপাতালে মস্তিষ্কে রক্ষপাত সমস্যায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার রাতে তার সম্মানে করা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এটি আয়োজন করেন সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেইলর।

অস্ট্রেলিয়ার হয়ে ১১ টেস্ট ও দু’টি ওয়ানডে ম্যাচ খেলেন হোল্যান্ড। লেগস্পিন ঘূর্ণিতে সব মিলিয়ে উইকেট নেন ৩৬টি (৩৪ ও ২)। ব্রিসবেনে ১৯৮৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। তখন তার বয়স ছিল ৩৮।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।