ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে পারিশ্রমিক বাড়েনি আইকন ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বিপিএলে পারিশ্রমিক বাড়েনি আইকন ক্রিকেটারদের বিপিএলে পারিশ্রমিক বাড়েনি আইকন ক্রিকেটারদের-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই আসরটিকে আরও রঙিন করে তুলতে এবার একটু আগেভাগেই মাঠে নেমেছে টুর্নামেন্টের আয়োজক ও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ইতোমধ্যে আসরটির প্লেয়ার ড্রাফটও সম্পন্ন হয়েছে।

আগের চার আসর থেকে এবারের টুর্নামেন্টে আসছে বেশ কয়েকটি বড়সড় পরিবর্তনও। যেখানে নতুন দল হিসেবে টুর্নামেন্টে নাম লিখিয়েছে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিলেট সিক্সার্স।

তবে নিয়ম ভেঙে বাদ পড়েছে গত দুই আসরের অংশগ্রহণকারী দল বরিশাল বুলস।

বিপিএলের ‍এবারের আসরে পরিবর্তন এসেছে বেশ কিছু নিয়মেও। পঞ্চম আসরে বিদেশি ক্রিকেটাররা পাচ্ছেন বিশেষ গুরুত্ব। যেখানে একটি দল সর্বোচ্চ পাঁচ বিদেশিকে খেলাতে পারবে।

তবে অনেক পরিবর্তন আসলেও অপরিবর্তিত রয়েছে মাশরাফি বিন মর্তুজা-সাকিব আল হাসানদের মতো আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক। নতুন আসরে চতুর্থ আসরের পারিশ্রমিকই পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় তারকারা।

আটজন আইকন ক্রিকেটার নির্ধারণ করে দেওয়ার পর দল বাছাইয়ে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল বিসিবি। আটজনের সাতজন নিজ নিজ দলকে বেছে নিলেও পারেননি এবারই প্রথম আইকন খেতাব পাওয়া পেসার মুস্তাফিজুর রহমানের। তাকে দলভুক্ত করেছিল বরিশাল বুলস, কিন্তু বরিশালকে এই আসর থেকে বাদ দেওয়ায় সাধারণ খেলোয়াড় হিসেবেই খেলতে হচ্ছে মুস্তাফিজকে।

অর্থের হিসেবে তাতে অবশ্য ক্ষতি হয়নি মুস্তাফিজের! সিলেট সিক্সার্সের আইকন সাব্বির রহমান ও চিটাগাং ভাইকিংসের আইকন সৌম্য সরকারের চেয়েও বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। আইকন হিসেবে সাব্বির ও সৌম্য পাচ্ছেন ৪০ লক্ষ টাকা করে। অন্যদিকে প্লেয়ার ড্রাফটে আইকন হয়েও ‘দল হারানো’ মুস্তাফিজকে সাধারণ খেলোয়াড় হিসেবে ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে ৪৫ লক্ষ টাকায় কিনে নেয় রাজশাহী কিংস।

তবে পারিশ্রমিক বাড়েনি সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক বা রিয়াদের মতো বড় তারকাদের কারোরই। গত আসরে সাকিব পেয়েছিলেন ৫৫ লাখ টাকা। মাশরাফি, তামিম, মুশফিক ও রিয়াদ পেয়েছিলেন ৫০ লক্ষ করে। তাদের টাকার অঙ্কটা অপরিবর্তিত থাকছে আসন্ন বিপিএলের পঞ্চম আসরেও। যদিও দল বাছাইয়ে আইকনদের স্বাধীনতা দেওয়ায় ভাবা হচ্ছিল তাদের পারিশ্রমিক বাড়বে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।