ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির হাফসেঞ্চুরির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ধোনির হাফসেঞ্চুরির সেঞ্চুরি ধোনির হাফসেঞ্চুরির সেঞ্চুরি-ছবি:সংগৃহীত

আরও একটি রেকর্ডের খাতায় নাম লেখালেন মাহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে দলের খারাপ সময়ে এসে হাল ধরলেন তো বটেই সঙ্গে করে ফেললেন হাফ সেঞ্চুরিও। এরই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০টি হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় এই ব্যাটসম্যান।

ধোনির ৮৮ বলে ৭৯ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের মুখ দেখে। ধোনি বর্তমানে ওয়ানডেতে হাফসেঞ্চুরির সংখ্যা ৬৬।

ক্রিকেট বিশ্বে মোট হাফসেঞ্চুরির সেঞ্চুরি করা তিনি ১৩তম ক্রিকেটার।  ভারতীয়দের মধ্যে চতুর্থ।

তার আগে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গাঙ্গুলি (১০৭)।  

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচের শুরুটা খুবই খারাপ হয়েছিল ভারতের। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন রীতিমতো সমস্যায় ভারত। সেই সময়ই হাল ধরেন ধোনি। আর দলকে ভরসা দেওয়ার সঙ্গেই করে ফেলেন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি। পাশাপাশি আরেক হাফসেঞ্চুরিয়ান হার্দিক পান্ডে দারুণ ভূমিকা রাখেন।

ম্যাচে ২৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া (ডাকওয়ার্থ লুইস মেথডে)। ফলে, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে বিরাট কোহলির দল ১-০তে লিড নিলো।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।