ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হেড কোচের চ্যালেঞ্জে প্রস্তুত শেন বন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
হেড কোচের চ্যালেঞ্জে প্রস্তুত শেন বন্ড মাইক হেসন ও শেন বন্ড / ছবি: সংগৃহীত

সাত বছর ডেপুটি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার পর শেন বন্ডের সামনে এবার প্রধান কোচের চ্যালেঞ্জ। তার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার।

নিউজিল্যান্ড ‘এ’ টিমের হেড কোচ হিসেবে ভারত সফরে যাচ্ছেন বন্ড। দু’টি প্রথম শ্রেণির ম্যাচ (২৩ সেপ্টেম্বর শুরু) ও পাঁচটি ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

সেই লক্ষ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশ ছাড়ার কথা ব্ল্যাক ক্যাপসদের।

এক সাক্ষাৎকারে বন্ড বলেন, ‘আমি মনে করি এটাই উপযুক্ত সময় এবং সাত বছর সহকারী কোচিংয়ের পর হেড কোচ হিসেবে যেতে আমি প্রস্তুত। বোলিং কোচের কাজ করতে ভালোবাসি কিন্তু আমি মনে করি ব্যক্তিগত উন্নতির জন্য এটা ভিন্না মাত্রা যুক্ত করবে। এটা নতুন চ্যালেঞ্জ এবং আমার জন ভালো হবে বলে মনে করি। ’

এর আগে কিউইদের বোলিং কোচ ছিলেন বন্ড। চলতি বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও বিগত কয়েক বছর বিগ ব্যাশে ব্রিসবেন হিট টিমে একই ভূমিকায় দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।