চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর লিগের প্রথম দিন সেঞ্চুরির দেখা পান আশরাফুল। দিন শেষে রাতে জ্বর অনুভব করায় পরদিন চিকিৎসকের শরণাপন্ন হলে আশরাফুলের ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হয়।
প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর তারকা ব্যাটসম্যান আশরাফুল সেঞ্চুরি হাঁকান। ১০৪ রানের ইনিংস খেলার মধ্যদিয়ে মৌসুমের প্রথম ম্যাচ শুরু করেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি হাঁকানো আশরাফুল।
এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালেই ঢাকা ফিরেছেন আশরাফুল। চিকিৎসক তাকে তিন চারদিনের বিশ্রামে থাকতে বলেছেন। তবে, লিগের পরের রাউন্ডে তার অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলানিউজকে আশরাফুল জানান, ‘১৫ তারিখ জ্বর নিয়েই খেলেছি। রাতে দেখি আমার ১০৩, ১০৪ ডিগ্রি জ্বর। পরদিনও এমন জ্বর থাকায় মাঠে যাওয়া হয়নি। তাই ওইদিন ডাক্তারের কাছে গিয়েছি। এরপর গতকাল পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারলাম আমার ডেঙ্গু হয়েছে। ’
তিনি আরও জানান, ‘চিকিৎসক বলেছেন এমন জ্বর আরও কয়েকদিন থাকবে। হয়তো আরও দুই তিন দিন এমন জ্বর থাকবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয় রাউন্ড হয়তো মিস করবো। ’
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি