ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জানুয়ারির প্রথম সপ্তাহে দ.আফ্রিকা-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
জানুয়ারির প্রথম সপ্তাহে দ.আফ্রিকা-ভারত টেস্ট জানুয়ারির প্রথম সপ্তাহে দ.আফ্রিকা-ভারত টেস্ট-ছবি:সংগৃহীত

আসছে নতুন বছরে টেস্ট দিয়ে শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। যেখানে দ.আফ্রিকা সফর করবে ভারত। কেপ টাউনে ৫ অথবা ৬ জানুয়ারিতে ম্যাচটি ম্যাচটি শুরু হবে। এ ব্যাপারে দু’দেশের ক্রিকেট বোর্ড প্রায় নিশ্চিত করেছে। আইসিসির এফটিপি অনুযায়ী দু’দল চার টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

এই সিরিজের সূচি ‍অবশ্য এখনও পাকা করেনি দু’দেশের বোর্ড। কিন্তু গত আগস্টে বিসিসিআই সিএসএকে জানিয়ে দিয়েছে, ২০১৭ সালের শেষ সপ্তাহ ছাড়া দ.আফ্রিকা সফর করতে পারছে না তারা।

কেননা ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষ হবে ভারতের। আর বিসিসিআই চাচ্ছে দ.আফ্রিকা সফরের আগে ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিতে।

ঐতিহ্যগতভাবে দ.আফ্রিকার নিউল্যান্ডসে ২ জানুয়ারি থেকে নতুন বছরের টেস্ট হয়ে থাকে। ফলে জানা যায়, সিএসএ খুব চেষ্টা করছে অন্তত ৪ জানুয়ারি থেকে যেন ম্যাচটি শুরু হয়। এ সময় ভালো আয় হয় দেশটির। পুরো সপ্তাহটি ছুটি থাকে দ.আফ্রিকায়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।