ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেলুলয়েডের ফিতায় বন্দি হচ্ছেন ঝুলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
সেলুলয়েডের ফিতায় বন্দি হচ্ছেন ঝুলন ছবি: সংগৃহীত

ভারতের সাবেক দলপতি মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি আর দেশটির ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের পর এবার ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী সেলুলয়েডের ফিতায় বন্দি হতে যাচ্ছেন। তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচিত্র।

কোনো নারী ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বায়োপিক হতে চলেছে। ঝুলন গোস্বামীর বায়োপিক নির্মানের আগে প্রাথমিকভাবে সিনেমাটির নাম ঠিক করা হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’।

৩৪ বছর বয়সী ঝুলন মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক।

ঝুলন গোস্বামীর বায়োপিকে উঠে আসবে নাদিয়ায় তার শৈশবের দিনগুলো চিত্র। থাকবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপের ফাইনালে লর্ডসে ভারতের হেরে যাওয়া ম্যাচের ঘটনা। সিনেমাটি তৈরি করবেন ডিরেক্টর সুশান্ত দাস। আর সেটি হিন্দি ভাষায় তৈরি হবে। সুশান্ত জানিয়েছেন, ‘আমরা সিনেমাটির স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছি। আর আগামী বছরের এপ্রিলে এর শুটিং শুরু হবে। ’

২০১২ সালে সুশান্তের নির্মিত ‘আসছে বছর আবার হবে’ চলচিত্রটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবারের নির্মিত বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনেত্রী হিসেবে কাকে রাখা হবে সেটি জানাননি সফল এই ডিরেক্টর, ‘ঝুলন গোস্বামীর বায়োপিকে আমি চাকদা থেকে লর্ডসের কাহিনী তুলে ধরব। শুটিং হবে উত্তর ২৪ পরগনার ঝুলনের শহর চাকদা থেকে ইংল্যান্ডের লর্ডস পর্যন্ত। কাকে মূল চরিত্রে রাখা হবে সেটা এখনই আমি বলে দিতে চাই না। এখনও আমি ঠিক করিনি কাকে সই করাবো। তবে, বলিউডের তারকা কোনো অভিনেত্রীকেই আপনারা দেখতে পাবেন। ’

গত বছর আজহারউদ্দিন ও ধোনিকে নিয়ে দুটি বায়োপিক মুক্তি পায়। এ বছর টেন্ডুলকারের বায়োপিক ব্যাপক সাড়া ফেলেছে। সুশান্ত জানান, ‘আমরা এমএস ধোনি ও শচীন টেন্ডুলকারের বায়োপিক দেখেছি। তবে কোনো নারী ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বায়োপিক হতে চলেছে। আশা করি, এটি লাখ লাখ তরুণ-তরুণীকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। ইতোমধ্যেই আমি ক্রুদের পাঠিয়েছি ঝুলনের খেলার জায়গাগুলো বাছাই করতে। তার ১০ বছর বয়সী জীবনে কি ঘটেছিল সেগুলোর খোঁজ করছি। ’

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।