ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরবর্তী ম্যাচেও দেখা যাবে মাশরাফিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পরবর্তী ম্যাচেও দেখা যাবে মাশরাফিকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দীর্ঘ বিরতির পর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তন মাশরাফি বিন মর্তুজার। শুরুটা দারুণ করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তাই খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও খেলতে চান ‘নড়াইল এক্সপ্রেস’।

অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ম্যাচ প্র্যাকটিসের জন্যই মূলত এনসিএলে খেলার সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী মাশরাফি। লংগার ভার্সনে তাকে সবশেষ দেখা যায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০১৩-১৪ আসরে।

শেষবার টেস্ট খেলেন ২০০৯ সালে। ইনজুরিমুক্ত থাকার লক্ষ্যেই সাদা পোশাকে নিয়মিত হওয়া থেকে বিরত থাকেন।

রংপুরের বিপক্ষে ড্র হওয়া ম্যাচের (১৫-১৮ সেপ্টেম্বর) প্রথম ইনিংসে এক উইকেট পেলেও মাশরাফি সবটুকু জমিয়ে রেখেছিলেন দ্বিতীয় ইনিংসের জন্য। যেখানে চার ওভার বোলিং করে তুলে নেন তিনটি উইকেট।

নিজের পারফরম্যান্সে বেশ খুশি মাশরাফি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ফিট থাকতেই আমি এবারের আসরের এনসিএল খেলছি। এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে খুশি। আশা করি পরবর্তী ম্যাচেও খেলতে পারবো। ’

টায়ার-১ এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনার প্রতিপক্ষ বরিশাল বিভাগ। ২২ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চারদিনের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।